রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

ক্যান্সার কোষ ধ্বংসের নতুন পথ উদ্ভাবন করলেন লণ্ডনের গবেষকরা

ক্যান্সার কোষ ধ্বংসের নতুন পথ উদ্ভাবন করলেন লণ্ডনের গবেষকরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিং’স কলেজ লণ্ডনের গবেষকরা ক্যান্সার চিকিৎসায় এক নতুন এবং অত্যন্ত আশাব্যঞ্জক পথ আবিষ্কার করেছেন। মানব ডিএনএ-র সেই অংশ, যা এতদিন “জাঙ্ক ডিএনএ” বা অপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত হত, তা ব্যবহার করে রক্তের কিছু ক্যান্সার কোষ ধ্বংস করা সম্ভব হয়েছে।

গবেষণা মূলত মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম (MDS) এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া (CLL)-এর মতো কঠিন-চিকিৎসাযোগ্য ব্লাড ক্যান্সারের ওপর পরিচালিত হয়েছে। এই রোগগুলিতে কিছু নির্দিষ্ট জিনে ত্রুটি দেখা দিলে, কোষের ভেতরের “জাঙ্ক ডিএনএ” (ট্রান্সপোজেবল এলিমেন্টস) অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে যায়। এর ফলে ক্যান্সার কোষগুলোর ডিএনএ-তে মারাত্মক ক্ষতি হয়, যা কোষকে দুর্বল করে তোলে।

গবেষকরা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পিএআরপি ইনহিবিটরস (PARP inhibitors) নামক ওষুধ ব্যবহার করেছেন, যা অন্যান্য ক্যান্সারের চিকিৎসায় আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এই ওষুধগুলো ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে সক্রিয় জাঙ্ক ডিএনএ দ্বারা সৃষ্ট ক্ষতি দ্রুত বৃদ্ধি পায় এবং ক্যান্সার কোষগুলো মারা যায়।

গবেষকরা জানিয়েছেন, এই নতুন পদ্ধতি প্রচলিত চিকিৎসায় সাড়া না-দেওয়া রোগীদের জন্য নতুন আশা নিয়ে এসেছে। বিদ্যমান ওষুধ ব্যবহার করেই ডিএনএ-এর উপেক্ষিত অংশকে ক্যান্সারের বিরুদ্ধে শক্তিশালী লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই কৌশল অন্যান্য ধরনের ক্যান্সারের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন