মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

দুর্ঘটনা বলে সরকার দায় এড়াতে পারবে না : মিতা রহমান

দুর্ঘটনা বলে সরকার দায় এড়াতে পারবে না : মিতা রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উত্তরার মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলনের আহ্বায়ক  মিতা রহমান বলেছেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কোনোভাবে শুধু ত্রুটির কারণে ঘটেছে বলে শিশু-কিশোরদের হত্যার সরকার দায় এড়াতে পারবে না। 

তিনি প্রশিক্ষন বিমানের এই দুর্ঘটনাকে স্মরণকালের ইতিহাসের অন্যতম দুঃখজনক ও ভয়াবহ দুর্ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বসতিপূর্ণ এলাকায় এমন বিমান চলাচল বা প্রশিক্ষণের যৌক্তিকতা কী থাকতে পারে ? এই দুঘর্টনায় যে ক্ষতি হয়েছে সেগুলো কি আদৌ পূরণযোগ্য?’

মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনের ধানমন্ডীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে জাতীয় নারী আন্দোলন আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শাহাদাত বরণকারী ও আহত শিশু-কিশোরদের বাবা-মা ও পরিবারের পাশাপাশি আমরা সবাই শোকাহত, এই শোকে সান্তনার কোনও ভাষা নাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। এই মুহুর্তে মৃত্যু ২৭ ছাড়িয়েছে। যারা বেঁচে থাকবে তারাও সুস্থ জীবনযাপন করতে পারবে বলে চিকিৎসকরা আশা করতে পারছেন না। এই শিশুরা মরে গেলো, ওদের মা-বাবার চোখের জল কী দিয়ে পূরণ করবে এই রাষ্ট্র ? যে মায়ের বুক খালি হয়েছে সে মা আজীবন এই কষ্ট বয়ে বেরাবে।’

তিনি আরো বলেন, ‘সরকারকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের যথাযথ চিকিৎসার সব ধরনের সহায়তা সরকারকে নিশ্চিত করতে হবে এবং বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো বিমানগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে।’

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নারী আন্দোলনের ভারপ্রাপ্ত সদস্য সচিব জীবন নাহার, কেন্দ্রীয় নেতা সবিতা সুলতানা, অধ্যাপিকা শিউলী সুলতানা, নাজমা আক্তার, আনোয়ারা বেগম, কাকলি রহমান প্রমুখ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন