মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • ঠোঁট ফুলে ঢোল, এ কী অবস্থা উর্ফীর?

    ঠোঁট ফুলে ঢোল, এ কী অবস্থা উর্ফীর?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনব কায়দার পোশাক পরে চমকে দেন উর্ফী জাভেদ। এ বার উর্ফীর ঠোঁট দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। ঠোঁট ফুলে ঢোল। মুখের থেকে বড় আকার নিয়েছে তাঁর ঠোঁট। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই ভয়ানক ছবি। ভক্তরা এই অবস্থায় উর্ফীকে দেখে শিউরে উঠছেন।

    কিছু দিন আগেই উর্ফী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছেন। বোটক্সের ব্যবহার নিয়েও তিনি কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে কোনও রাখঢাক না করেই কথা বলেছিলেন উর্ফী। ভক্তরা তার এই সততার জন্য সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু এ বার ঠোঁটের ফিলার্স সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন উর্ফী। নিজের ঠোঁটের আকার ফিরে পেতে চান। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ফিলার্স সরিয়ে ফেলতে।

    ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার উর্ফী। একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে উর্ফীর ঠোঁটে। রবিবার এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে উর্ফী লিখেছেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর ইনজেকশন দিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।”

    শনিবার ফিলার্স সরিয়ে ফেলার আগেও উর্ফী একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “ফিলার্স সরিয়ে ফেলছি। বিশ্বাস করতে পারছি না। মাত্র ১৮ বছর বয়স থেকে আমি ফিলার্স ব্যবহার করছি। নিজেকে ফিলার্স ছাড়া দেখিনি কত দিন। এক সপ্তাহের মধ্যে আবার লিপ ফিলার্স করিয়ে নেব। তবে এ বার আরও সূক্ষ্ম কৌশল ব্যবহার করব।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন