মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • ভূমি সেবা সহায়তা কেন্দ্র নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

    ভূমি সেবা সহায়তা কেন্দ্র নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

    উক্ত নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের মোঃ কেফায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আরেক আবেদন প্রার্থী একেই এলাকার সফলা আক্তারও লিখিত অভিযোগ করে প্রতিবাদ জানান। নিয়োগটি যাচাই-বাছাই করে পূর্ণরায় যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদানের দাবী করা হয়।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি অনুমোদন হয়েছে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারের স্যোসাল ইসলামী ব্যাংকের এজেন্টের মালিক মোঃ সাদেকুল ইসলাম ভূইয়ার নামে। তার আউলিয়া বাজারে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। তার পিতা চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো ব্যবসার ট্রেড লাইসেন্স এবং নিজস্ব দোকান না থাকিলে ভাড়াটিয়া চুক্তি থাকতে হবে কিন্তু তার কোনটি নাই।

    অভিযোগকারী মোঃ কেফায়েত উল্লাহ বলেন, আমি দীর্ঘ ৫/৬ বছর যাবৎ কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট সুবিধাসহ আউলিয়া বাজারে অফিস নিয়ে স্থানীয় জনগণকে ভূমি বিষয়ক নানা সেবা প্রদান করে আসছি। আমার অফিসে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সরেজমিনে তদন্ত করে একমাত্র আমি একক প্রার্থী হিসেবে যোগ্য বলে যাওয়ার পরেও কি কারনে নিয়মবহির্ভূত ভাবে অন্য এলাকার একজনকে নিয়োগ দিয়েছে সেটা বুঝে আসছে না।

    এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অনিয়ম হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা যোগ্যতা চাওয়া হয়েছে সব আমার থাকলেও চম্পকনগর ইউনিয়ন আওয়ামী পরিবারের একজনকে কিভাবে নিয়োগ প্রদান করা হয়েছে সেটার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

    এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা বলেন, 'আমার জানামতে নিয়মনীতি মেনেই নিয়োগ প্রদান করা হয়েছে। তার পরেও অভিযোগ যেহেতু করেছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন