মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • সংযোগ সড়ক না হওয়ায় বন্ধ প্রায় ৩ কোটি টাকার সেতু

    সংযোগ সড়ক না হওয়ায় বন্ধ প্রায় ৩ কোটি টাকার সেতু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা-বাউফল উপজেলার মধ্যবর্তী বাঁশবাড়িয়া ও বগী বাজার খালের ওপর নির্মিত সেতু নির্মানের প্রায় ৫ বছরেও হয়নি সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে রয়েছেন খালের দু’ পাড়ের লোকজন। ভূমি অধিগহন সংক্রন্ত মামলা জটিলতার কারনে সেতুর সংযোগ সড়ক নির্মান হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ হবে বলে জানান এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর।

    দশমিনা এলজিইডি সূত্রে জানা যায়, পটুয়াখালীর দশমিনা-বাউফল উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ২০১৯-২০২০ সালে দরপত্র আহ্বান করে সেতুটির কার্যাদেশ দেওয়া হয়। দরপত্র অনুযায়ী ২০২১ সালে সেতুর নির্মান কাজ শেষ হওয়ার কথা ছিল। ২৪ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মানে ব্যয় ধরা হয়েছে ২ কেটি ৮২ লাখ ১০ হাজার ৫০৬ টাকা। বগী বাজার খালের দুই পাড়ে রয়েছে অন্তত ১১টি গ্রাম।

    বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, দশমিনা-বাউফল সীমানাবর্তী বগী বাজার খালে ওপর সেতু নির্মানের কাজ শেষ। এখন বাকি আছে সংযোগ সড়কের কাজ। আগের রাস্তা থেকে নির্মানাধীন সেতুটি অনেক উঁচু, সেখান থেকে রাস্তার সংযোগ স্থাপনের জন্য কিছু স্ল্যাবের পাডা বসিয়ে পারাপার হচ্ছেন দুই পারের মানুষ।

    ব্রিজের দুই পারের স্থানীয়রা জানান, এর আগে লোহার সেতু (আয়রন ব্রিজ) ছিল। লোহার কাঠামোর ওপর সিমেন্টের স্ল্যাব ছিল। ২০১৯-২০২০ সালে নতুন সেতু নির্মানের জন্র পুরনো সেতুটি ভেঙ্গে ফেলা হয়।কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী অন্তর চন্দ্র শীল সহ আরো একাধিক শিক্ষার্থী জানান, আমরা কত যে কষ্টে আছি, হ্যাতো আপনারা নিজেদের চোখেই দেখলেন। ব্রিজ করে ফালাইয়া রাখছে, কিন্তু দুই পাশের সংযোগ সড়কটা করছেনা। এইয়া লইয়া কইতে কইতে আমরা ক্লান্ত হইয়া গেছি।

    বাউফল উপজেলার কালাইয়া ইউয়িন পরিষদের সাবেক সদস্য ও ব্রিজের পশ্চিম পাশের বাসিন্দা মো. মোয়াজ্জেম হোসেন বাদল মানবকন্ঠকে জানান, প্রাৃয় সময় এখানে দুর্ঘটনা ঘটে আসছে। আমারা বয়স্ক ও রোগী এবং কোমলমতি শিক্ষার্থীদের হাত ধরে পার করে দেই। আমাদের দাবী দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মান করে বিপদ থেকে মুক্ত করুন।

    এবিষয়ে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, ব্রিজের সংযোগ সড়ক না থাকায় আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ জনদুর্ভোগ চরমে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আক্রশন করছি অনতি বিলম্বে সেতুটির সংযোগ সড়ক নির্মান করে যাতায়েত ব্যবস্থার উন্নতি ঘটে।

    এবিষয়ে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, দীর্ঘদিন যাবৎ ব্রিজের সংযোগ সড়ক নির্মান না করায় শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করেন। সেতু নির্মানকারী ঠিকাদার আবুল কালাম আজাদ এর ব্যক্তিগত মুঠোফোনে তার বক্তব্যের জন্য ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

    এবিষয়ে এলজিইডি’র পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর জানান, ভূমি অধিগ্রহন মামলা চলমান থাকায় সেতুর সংযোগ সড়ক নির্মান কাজ বন্ধ ছিল। মামলা নিষ্পত্তি হয়েছে এখন সেতুর সংযোগ সড়ক নির্মানের কাজ শেষ করা হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: