মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানির অস্ত্রোপচার সেবা প্রদান

    ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানির অস্ত্রোপচার সেবা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার (১৩ জুন) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানিজনিত রোগীদের জন্য অস্ত্রোপচার (অপারেশন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    গাক চক্ষু হাসপাতাল দিনাজপুরের উদ্যোগে এবং সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা এর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

    উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ শিবিরের উদ্বোধন করেন উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. মানিক মন্ডল।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, গাক চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু, মাঠ কর্মী শাওন শেখ, আমরা করব জয় যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি (ভারপ্রাপ্ত) পলাশ কুমার দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রুবেল ইসলাম, যুব উন্নয়ন এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মেজবাহুর রহমান।

    চিকিৎসা শিবিরে গাক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মুশফিকুর আলম সেবা প্রদান করেন। তার সহকারী হিসেবে ছিলেন মো. ওমর ফারুক রিপন (রিফ্রাকশন), মোছা. দিলশাদ জাহান দিবা (কাউন্সেলিং), মোছা. ইতি মনি (ল্যাব), আতিকা ইয়াসমিন জুথি (মেডিসিন যুক্ত অপটিক্স), মোছা. মেরিনা আক্তার ও রানী আক্তার (ভিশন), মো. ফারুক হোসেন (রেজিস্ট্রেশন) প্রমুখ।

    চিকিৎসা শিবিরে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। যাদের ছানিজনিত অপারেশনের প্রয়োজন, তাদেরকে গাক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

    গাক চক্ষু হাসপাতালের অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু জানান, গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং স্থায়ীয় সংগঠন আমরা করব জয় এর সার্বিক সহযোগিতায় ফুলবাড়ীর অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার (অপারেশন) সেবা অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন