মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • সেন্টমার্টিন রক্ষায় পরিবেশবান্ধব টেকসই পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

    সেন্টমার্টিন রক্ষায় পরিবেশবান্ধব টেকসই পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সরকার পরিবেশবান্ধব টেকসই পরিকল্পনা ও বিকল্প জীবিকায় গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দ্বীপের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

    শনিবার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা জানান, স্থানীয় দরিদ্র কৃষিজীবী পরিবারগুলোকে লবণ ও জলবায়ু সহনশীল ফসল চাষে সহায়তা দেওয়া হবে। প্রশিক্ষণ, প্রদর্শনী ও কারিগরি সহায়তার পাশাপাশি কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে উৎসাহ দেওয়া হবে। নারকেল গাছে জৈব বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে সহায়তা থাকবে। বাড়ির আঙিনায় ছোট নার্সারিও স্থাপন করা হবে।

    তিনি আরও বলেন, মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে খাদ্য সহায়তা বাড়ানো হবে এবং পরিবেশবান্ধব জালসহ টেকসই উপায়ে মাছ ধরার সরঞ্জাম সরবরাহ করা হবে।

    অতিরিক্তভাবে, স্থানীয় নারীদের জামা-কাপড় সেলাই, টুপি তৈরি, ধাত্রীবিদ্যা ও বিভিন্ন কারিগরি ট্রেডে (যেমন—কম্পিউটার, মোটর ড্রাইভিং, নৌযান চালনা, ইলেকট্রনিকস, হোটেল ম্যানেজমেন্ট) প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা এবং ‘পরিবেশ গার্ড’ গঠন করে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

    সভায় ‘স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং’, ‘পরিবেশবান্ধব বিকল্প জীবিকা প্রকল্প’, ‘ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রস্তাব’ এবং ‘টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা’—এই চারটি বিষয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণে টেকসই পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ, ড. ফাহমিদা খানম ও মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।

    এছাড়া কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ, সিইজিআইএস, মৎস্য অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন