যশোররে মনিরামপুরে শাহ্ মান্দার তলায় দানবাক্স ভেঙে টাকা চুরি


যশোররে মনিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাটি ইউনিয়নে সার্বজনীন পূজামণ্ডপ ‘শাহ্ মান্দার তলায় দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ৯জুলাই বুধবার গভীর রাতে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শাহ্ মান্দার তলা মন্দির চত্বরে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আড্ডা লক্ষ্য করা যায়। ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত হওয়ায় এই স্থানটি অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ—এখানে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও ব্যবসা। এই সুযোগে প্রতিবছরই ২-৩ বার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে থাকে।
উল্লেখ্য, বহু বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা এই শাহ্ মান্দার তলায় পূজা-অর্চনা করে আসছেন। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, অনেক মুসলিম ধর্মের মানুষও এখানে মানত করে আসেন। প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে চলে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মানত ও পূজার জন্য ছুটে আসেন এই পূণ্যস্থানে।
দানবাক্স চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, যদি নিয়মিত পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা থাকত, তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা সম্ভব হতো। তারা আরও জানান, এই পূজামণ্ডপ ও তার আশপাশে মাদকসেবীদের আড্ডা এখন সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত দানবাক্স চুরির সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং স্থানটিকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। সেইসঙ্গে মন্দির প্রাঙ্গণে নিয়মিত পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
