সাংবাদিকদের দল নয়, দায়িত্ব জাতির প্রতি


সাংবাদিকতা কোনো দলের হাতিয়ার নয়, এটি জাতির চতুর্থ স্তম্ভ। একজন পেশাদার সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো—দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ, সত্যনিষ্ঠ এবং জনকল্যাণমূলক তথ্য উপস্থাপন করা। কোনো রাজনৈতিক দল, ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীগত এজেন্ডা নয় সাংবাদিকতা হতে হবে জাতির বৃহত্তর স্বার্থে নিবেদিত এক মহান দায়িত্ব।
সাংবাদিকদের কাজ হলো সমাজের চোখ ও কণ্ঠস্বর হওয়া। তারা যেখানেই অন্যায়, অনিয়ম, দুর্নীতি, বা জনগণের অধিকার হরণ দেখবেন—সেখানেই কলমের মাধ্যমে প্রতিবাদ জানাবেন। একজন সাংবাদিককে হতে হবে প্রশ্নকারী, অনুসন্ধানী, সাহসী এবং নৈতিকতার মানদণ্ডে দৃঢ়।
আজকের দ্রুতগতির তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকতার দায়িত্ব আরও বেড়েছে। গুজব, মিথ্যা প্রচার, ও প্রপাগান্ডার এই সময়ে একজন সাংবাদিকের সত্য তুলে ধরার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তাই সাংবাদিকদের প্রতি প্রত্যাশা, তারা যেন দল বা মত নয়—মানুষ, দেশ ও জাতির পক্ষে কলম চালান। সত্য, দায়িত্ববোধ ও সততার সঙ্গে কাজ করাই হোক প্রতিটি সাংবাদিকের মূলমন্ত্র।
দৈএনকে/ জে. আ
