মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • শাহজাদপুরের জামিরতা-গুধিবাড়ী সড়ক নয়, যেন মরণফাঁদ!!

    শাহজাদপুরের জামিরতা-গুধিবাড়ী সড়ক নয়, যেন মরণফাঁদ!!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা-গুধিবাড়ী সড়ক নয়, যেন পরিণত হয়েছে মরণফাঁদে! যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।

    উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজার থেকে গুধিবাড়ী হয়ে লোহিন্দাকান্দি গ্রামে যাওয়া একমাত্র আঞ্চলিক সড়ক হওয়ায়,  এটি খুব গুরুত্বপূর্ণ সড়ক হয় উঠেছে। সড়কটি পোরজনা ইউনিয়নের জামিরতা উত্তর-পূর্বপাড়া, কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া, গুধিবাড়ী, লোহিন্দাকান্দি ও জাফরগঞ্জ গ্রামের প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে থাকে। তবে বিভিন্ন যায়গা সড়ক ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই আঞ্চলিক সড়কটি। কয়েকটি গ্রামের এই একটি পাঁকা সড়ক হওয়ায় ঝুঁকি নিয়ে হলেও প্রতিদিন যাতায়াত করে থাকে কয়েক হাজার মানুষ। 

    ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বলেন, সড়কটি ভেঙ্গে যাওয়ায় মাঝে মধ্যেই দুর্ঘটনায় পরতে হয়।যে কোনো সময় প্রাণহানির মতো দূর্ঘটনা ঘটতে পারে। তাই এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা।

    এলাকাবাসী জানান, এটি কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য ছোট গাড়ি চলাচলের জন্য এই সড়কটি করা হয়।তবে মাঝে মধ্যে ভাড়ি যানবাহন চলাচলের কারনে অনেক যায়গায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সময় ব্যাটারি চালিত অটোরিকশার স্কেল ভেঙ্গে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। জামিরতা বাজার থেকে জামিরতা সরকারবাড়ি পর্যন্ত ছোট বড় প্রায় ৮ থেকে ১০ যায়গা ভেঙ্গে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি।  তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের দাবী যানান এলাকাবাসী।

    এ শাহজাদপুর উপজেলা প্রোকৌশলী এ,এইচ,এম, কামরুল হাসান রনী ও উপ-সহকারী প্রকৌশলী (নক্সাকার) মোঃ আমির ফারুক সরকার বলেন, সড়কটি সংস্কারের বর্তমান কোনো প্রকল্প অনুমোদন নেই। যত দ্রুত সম্ভব কোনো প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত সময়ের মধ্যেই সড়কটি সংস্কার করা হবে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান,পোরজনা ইউনিয়ন পরিষদের প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন