সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনে সরকারের অধ্যাদেশ জারি

    ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনে সরকারের অধ্যাদেশ জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সরকার পৃথক একটি অধিদপ্তর গঠন করেছে। এ লক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ নামে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ নামে এ অধ্যাদেশ জারি করা হয়। নতুন অধিদপ্তর গঠনের সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত পূর্বের বিশেষ সেলটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যা এতদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হতো।

    অধ্যাদেশ অনুযায়ী, নতুন এই অধিদপ্তর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের পাশাপাশি অভ্যুত্থানের আদর্শ ও ইতিহাস সংরক্ষণের দায়িত্ব পালন করবে। অধিদপ্তরের প্রধান কার্যালয় হবে ঢাকায়, তবে প্রয়োজনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও এর শাখা কার্যালয় স্থাপন করা যাবে।

    এ অধিদপ্তর শহীদ ও আহতদের তালিকা ও ডেটাবেজ সংরক্ষণ করবে এবং সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী এককালীন ও মাসিক আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া পুনর্বাসন কার্যক্রমে দেশি ও বিদেশি সংস্থা এবং প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবে।

    অধ্যাদেশে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন তহবিল’ নামে একটি নির্দিষ্ট তহবিল গঠনের কথাও বলা হয়েছে। এই তহবিলে সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অনুদান গ্রহণযোগ্য হবে।

    তদুপরি, ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে অধিদপ্তর গবেষণা কার্যক্রম চালাতে পারবে এবং শহীদদের গণকবর ও সমাধিস্থল সংরক্ষণ, স্মৃতিফলক নির্মাণের কাজ করবে।

    প্রতারণা রোধে অধ্যাদেশে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কেউ যদি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে শহীদ পরিবার বা আহত যোদ্ধা পরিচয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা বা গৃহীত সুবিধার দ্বিগুণ অর্থদণ্ড দেওয়া হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন