শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন
  • ত্রাণ নিতে যাওয়া গাজায় মানুষের ওপর হামলা, নিহত ৩৯, আহত কয়েকশ

    ত্রাণ নিতে যাওয়া গাজায় মানুষের ওপর হামলা, নিহত ৩৯, আহত কয়েকশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলর সেনারা। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২২০ জন।

    ফিলিস্তিন মেডিকেল রিলিফ সোসাইটির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (১ জুন) বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি বিতরণ কেন্দ্রের কাছে সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদাররা। এতে সেখানে এত হতাহতের ঘটনা ঘটে।

    আলাদাভাবে এই সংস্থাটির নেতজারিত করিডর বিতরণ কেন্দ্রের কাছে আরেকজন গুলিতে নিহত হন।

    দখলদার ইসরায়েল গাজায় প্রায় ৩ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে। আগে গাজায় জাতিসংঘসহ অন্যান্য পরিচিত আন্তর্জাতিক সংস্থা ত্রাণ কার্যক্রম চালাত। কিন্তু গত মাসের শেষ দিকে দখলদাররা গাজা মানবিক ফাউন্ডেশন নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু করে। কিন্তু অব্যবস্থাপনার কারণে অনেক মানুষ কোনো ত্রাণই পাননি। ক্ষুধার কষ্টে থাকা এসব মানুষ তাই ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে সেখান থেকে খাবার সামগ্রী নিয়ে এসেছিলেন।

    এরমধ্যেই ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদারদের সেনারা।

    ইব্রাহিম আবু সৌদ নামে এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, রাফার যে স্থানে হামলা হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনারা মাত্র ৩০০ মিটার দূরে অবস্থান করছিল। তিনি জানিয়েছেন, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। যারমধ্যে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। তাকে তারা সেখান থেকে নিয়েও যেতে পারেননি।

    সূত্র: আলজাজিরা


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন