শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’ মাইলস্টোন ট্র্যাজেডি: ‘আমি ভালো আছি’ বলেই মৃত্যুকে আলিঙ্গন করলো মাহতাব বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতের হাসপাতালে রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু, অনেকেই ধ্বংসস্তূপে আটকা সবজি-মুরগি-মাছের দাম চড়া, স্বস্তি নেই চালেও আ. লীগের আমলে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার গৌরীপুরের মারুফা বিসিএস ক্যাডার হতে চায় হাসিনা-জুলাইয়ের ৩৬ দিন' শিরোনামে আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান
  • সাতকানিয়ায় যুবলীগ নেতা  আজহার মেম্বার গ্রেপ্তার

    সাতকানিয়ায় যুবলীগ নেতা  আজহার মেম্বার গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীনকে ৪৮ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১২ মে দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ রয়েছে।

    গ্রেপ্তারকৃত মো. আজহার উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলানা ছগির শাহ পাড়ার মো. আবু তাহেরের ছেলে। এছাড়াও তিনি ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

    জানা যায়, গ্রেপ্তারকৃত মো. আজহার উদ্দীন শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২২ সালে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন। স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে তাঁর বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এলডিপির নেতা-কর্মীদের উপর হামলা, ভোটকেন্দ্র দখল, এলাকায় প্রভাব বিস্তার ও দলের অভ্যন্তরীণ বিরোধীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

    এছাড়াও তিনি নিজ এলাকায় অবৈধ মাটির ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। সর্বশেষ ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

    সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট স্টেশনে অভিযান চালিয়ে ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।


    নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ