প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে।
সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আশিক চৌধুরী তার বর্তমান পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, আশিক চৌধুরী বর্তমানে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিডা ও বেজা—এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে তার নেতৃত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন