পাহাড় ধসে সাজেকে ৪ শতাধিক পর্যটক আটকা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বুধবার রাতের ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাজেক পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সড়ক বন্ধ থাকায় বর্তমানে সাজেক এলাকায় ৪২৫ জন পর্যটক আটকা পড়ে রয়েছেন।
শিরিন আক্তার বলেন, গতরাতে রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক–বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। তবে নন্দরাম এলাকায় ধসে পরা মাটির পরিমাণ বেশি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে মাটি সরানোর জন্য ভেকু পাঠানো হচ্ছে।
ইউএনও জানান, দ্রুত মাটি সরানোর কাজ চলছে। মাটি সরানো সম্পন্ন হলেই যান চলাচল শুরু হবে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন