শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন
  • বিদেশফেরত নাগরিকদের পাসপোর্ট বাতিল করছে পাকিস্তান

    বিদেশফেরত নাগরিকদের পাসপোর্ট বাতিল করছে পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশ থেকে বহিষ্কৃত হয়ে দেশে ফেরত আসা নাগরিকদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান সরকার।

    রোববার (১ জুন) পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট কমিটিতে এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    প্রাথমিকভাবে ৭ হাজার ৮৭৩ জন নাগরিকের পাসপোর্ট বাতিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মে মাসে ৫ হাজার ৬০০ জনের বেশি ব্যক্তির পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এদের বেশিরভাগই সৌদি আরব, কাতার ও ওমান থেকে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ফেরত এসেছেন।

    সব অভিযুক্তকে ‘পাসপোর্ট কন্ট্রোল লিস্ট’ (পিসিএল)-এ অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাকিস্তানের আইন অনুযায়ী, এই তালিকায় নাম থাকলে কেউ অন্তত ৫ বছরের জন্য নতুন পাসপোর্টের আবেদন করতে পারেন না।

    পাকিস্তানের সরকারের দাবি, দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থানরত অনেক নাগরিক নানা অপরাধে জড়িত হয়ে দেশটির সুনাম ক্ষুণ্ণ করছেন। ভিক্ষাবৃত্তি, জাল কাগজপত্র তৈরি, প্রতারণা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

    ২০২৪ সালেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে লক্ষাধিক পাকিস্তানিকে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সরকার এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে।


    সূত্র: গালফ নিউজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন