শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন
  • গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৫২, মোট প্রাণহানি ৫৪ হাজার ছাড়াল

    গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৫২, মোট প্রাণহানি ৫৪ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনেই অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৫০৩ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৫০০ জনে।

    বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৫২টি মরদেহ এবং শতাধিক আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। মোট আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৪ হাজার।

    গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করে। এরপর থেকে আরও ৪ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১২ হাজার ৬৫০ জন।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান এই আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

    উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলাও চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন