শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন
  • মমতা সীমান্ত খুলে দিয়েছেন বাংলাদেশিদের জন্য: অমিত শাহ

    মমতা সীমান্ত খুলে দিয়েছেন বাংলাদেশিদের জন্য: অমিত শাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি নাগরিকদের ‘অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা’ করার অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    রোববার (১ জুন) কলকাতার একটি স্টেডিয়ামে আয়োজিত বিজেপির সাংগঠনিক সভায় তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন। তিনি কখনোই অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না। এ কাজ কেবল বিজেপির পক্ষেই সম্ভব।”

    এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আসন্ন নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যু আবারও কেন্দ্রবিন্দুতে আনছে বিজেপি।

    অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি।

    তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি দিলে, আমরা অনুপ্রবেশ বন্ধ করব। কিন্তু, বাংলার শাসক দল কখনই বিএসএফকে জমি দেবে না, কারণ তারা চায় ক্ষমতায় থাকার জন্য অনুপ্রবেশ অব্যাহত থাকুক।

    'মমতা অপারেশন সিন্দুর এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন' একই সভায় অমিত শাহ উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য' অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনী আইনের 'বিরোধিতা' করেছেন।

    তিনি বলেন, মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন। এর মাধ্যমে তিনি এই দেশের মা ও বোনদের অপমান করছেন। ২০২৬ সালে (বিধানসভা ভোটে) মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন।

    মমতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপারেশন সিঁদুরকে কাজে লাগানোর চেষ্টা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন