শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন
  • মধ্যপ্রাচ্যে এবছর কুরবানির পশুর দাম আকাশছোঁয়া

    মধ্যপ্রাচ্যে এবছর কুরবানির পশুর দাম আকাশছোঁয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুরবানির পশুর সর্বনিম্ন দাম ৪ লাখ টাকা, দেশটির মধ্যবিত্ত ও প্রবাসীরা বিপাকে মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যয়বহুল শহর দুবাইয়ে এবছর কুরবানির পশুর দাম হঠাৎই আকাশছোঁয়া হয়ে উঠেছে। 

    আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর বাজারে গরুর দাম শুরুই হয়েছে ১২ হাজার দিরহাম থেকে ( বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকা) চলতি বছর দাম বেড়ে গেছে ৬০-৮০ শতাংশ পর্যন্ত। ফলে মধ্যবিত্ত ও প্রবাসী মুসলমানদের কুরবানি দেয়া কঠিন হয়ে পড়ছে।

    আমিরাত প্রবাসী ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ আজম জানান, ২০২৩ সালে তিনি একটি সোমালি ষাঁড় কিনেছিলাম মাত্র ৬ হাজার দিরহামে (প্রায় ২ লাখ টাকা)। এবার একই আকারের পশুর দাম শুরুই হচ্ছে ১০ হাজার দিরহাম থেকে।

    একই অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানি প্রবাসী আবদুল শুকুরেরও। তিনি বলেন, 'দুই বছর আগে এক হাজার ৬০০ দিরহামে (প্রায় ৫২ হাজার টাকা) ছাগল কিনেছিলাম, এবার সেই আকারের ছাগলের দাম উঠেছে দুই হাজার ৮০০ দিরহামে (প্রায় ৯২ হাজার টাকা)।' খবর খালিজ টাইমসের। 

    দুবাইয়ের আল-কুসাইস পশুর হাট ঘুরে দেখা গেছে, বর্তমানে পশুগুলোর দাম কিছুটা এমন। সোমালি ছাগল (১৫ কেজি ওজনের): শুরু ১,২০০ দিরহাম (প্রায় ৪০ হাজার টাকা), ভারতীয় ছাগল (২৫ কেজি): ২,৮০০ দিরহামের বেশি (প্রায় ৯২ হাজার টাকা), পাকিস্তানি ছাগল (২২ কেজি): শুরু ২,৫০০ দিরহাম (প্রায় ৮২ হাজার টাকা), ষাঁড় (৩৫০–৪০০ কেজি): শুরু ৯,০০০ দিরহাম (প্রায় ৩ লাখ টাকা), বড় ষাঁড় (৪৫০ কেজির বেশি): শুরু ১২,০০০ দিরহাম (প্রায় ৪ লাখ টাকা)। 

    মূল্যবৃদ্ধির কারণ কী: পাকিস্তানি পশু ব্যবসায়ী মোহাম্মদ উসমান জানান, পশু সরবরাহকারীদের খরচ ব্যাপক হারে বেড়েছে। 'খাদ্য, পরিবহন, শুল্ক— সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমাদেরও দাম বাড়াতে হয়েছে। ভারত ও পাকিস্তান থেকে পশু আনা এখন আগের চেয়ে অনেক ব্যয়বহুল।' 

    অন্য এক বিক্রেতা লালা খান বলেন, 'আগে ছাগল ৫০০-৭০০ দিরহামে বিক্রি করতাম। এখন ছোট সোমালি ছাগলও ১,২০০ দিরহামের নিচে পাওয়া যাচ্ছে না। ক্রেতারা ক্ষুব্ধ, কিন্তু আমাদের হাতেও উপায় নেই।'

    বিক্রেতারা বলছেন, ঈদের তারিখ যতই এগিয়ে আসছে, ততই চাহিদা বাড়ছে এবং দাম আরও বাড়তে পারে। তাই আগেই বুকিং দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: