বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

৫০০ টাকায় এখন ১০ এমবি ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন গ্রাহকরা

৫০০ টাকায় এখন ১০ এমবি ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন গ্রাহকরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী বিনোদন, পড়াশোনা, কেনাকাটা ও অন্যান্য দৈনন্দিন কাজে প্রতিদিন প্রায় ৬,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন। এর মধ্যে প্রায় ৩,০০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সরকার সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এমন প্রেক্ষাপটে আজ থেকে ব্রডব্যান্ড গ্রাহকদের ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক।

শনিবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ইন্টারনেট সেবা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই কথা জানান।

ইমদাদুল হক বলেন, ‘একই টাকায় শিগগিরই সর্বনিম্ন ২০ এমবিপিএস গতির সেবা পাবেন ১ কোটি ৪০ লাখ ব্রডব্যান্ড গ্রাহক।’

এ সময় ব্যান্ডউইথ সঞ্চালন খরচ ৫ টাকায় নামিয়ে আনা এবং একটিভ শেয়ারিংয়ের সুযোগ দেয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমানোর আশ্বাস দেন বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানের কর্মকর্তা।

সেমিনারে বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, বাংলাদেশে ইন্টারনেট সেবার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তাই এই সেবার দাম আরও কমানো উচিত।

বাংলাদেশে আর কোনদিন ইন্টারনেট বন্ধ হবে না জানিয়ে তৈয়্যব জানান, ইন্টারনেট শাটডাউনের সব ফাঁকফোকর বন্ধ করে দেয়া হবে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন  

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: