সাউন্ড গ্রেনেড ও জলকামানে নন-এমপিও শিক্ষকরা ছত্রভঙ্গ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করেছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং কিছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
নন-এমপিও শিক্ষকরা ২ নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাদের মূল দাবি হলো: সারাদেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হোক।
এর আগে অক্টোবরে টানা ২০ দিন চলা আন্দোলনের পর শিক্ষকদের দাবি পূরণের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন