রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

জাতীয় নির্বাচনে পুলিশের পক্ষপাতিত্ব নিষিদ্ধ, অনিয়ম করলে শাস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে পুলিশের পক্ষপাতিত্ব নিষিদ্ধ, অনিয়ম করলে শাস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন

“নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা আমাদের প্রথম অগ্রাধিকার। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই নিরপেক্ষ থাকবে।”

বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্য নির্বাচন নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ হিসেবে ধরা যেতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও সতর্ক করেছেন যে, যে কোনো অনিয়ম, পক্ষপাতিত্ব বা প্রভাব খাটানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় নির্বাচন, সীমান্তের কিছু বিষয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। 

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য কোন হত্যাকাণ্ড হোক, সবই আইনের আওতায় আসবে।

অবৈধ অস্ত্র নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন