রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার প্রস্তুতি শেষ জলবায়ুর চ্যালেঞ্জে নারীর বিকল্প আয়ের পথ পরিবারকে দিচ্ছে নিরাপত্তা গুরুতর শারীরিক অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে নিতে সময় লাগছে: ডা. জাহিদ প্রাথমিক শিক্ষার অবস্থা হতাশাজনক : পররাষ্ট্র উপদেষ্টা ব্রাজিলিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্সে জমে উঠল ঢাকার স্টেডিয়াম আর্জেন্টিনা–ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষ ঘোষণা : বিশ্বকাপ ২০২৬ ৬ ডিসেম্বরের গুরুত্ব তুলে ধরলেন তারেক রহমান খালেদা জিয়ার লন্ডনযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আদ্দিস আবাবায় নতুন ই-পাসপোর্ট সুবিধা ভারত-রাশিয়ার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: মোদী
  • গণিতের জন্য কেন নোবেল পুরস্কার নেই?

    গণিতের জন্য কেন নোবেল পুরস্কার নেই?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পুরস্কার হিসেবে পরিচিত নোবেল পুরস্কার প্রতিবছর পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে সেরা অবদানের জন্য প্রদান করা হয়। ১৯০১ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার আজও বৈজ্ঞানিক ও সামাজিক অগ্রগতির প্রতীক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। চলতি বছরও অক্টোবর মাসে একে একে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, আর আগামীকাল অর্থনীতির জন্য নোবেল পুরস্কারের মাধ্যমে শেষ হবে ২০২৪ সালের অনুষ্ঠান।

    তবে একটি প্রশ্ন অনেকের মনে কৌতূহল জাগায়—গণিতের জন্য কেন নোবেল পুরস্কার নেই?

    বিশ্লেষকরা জানাচ্ছেন, এর উত্তর লুকিয়ে আছে নোবেলের ইতিহাসের একটি গভীর ঘটনার মধ্যে। সুইডিশ উদ্ভাবক ও রসায়নবিদ আলফ্রেড নোবেল, যিনি ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছিলেন, ১৮৮৮ সালের এক ভুল সংবাদে নিজের মৃত্যুর খবর পড়েছিলেন। এই ভুল সংবাদে তিনি বুঝতে পারেন, তার আবিষ্কারগুলি মানুষে ধ্বংসযজ্ঞের ছাপ ফেলেছে। মৃত্যুর পরে তিনি চাইতেন, মানুষের মনে ধ্বংসকর্তা হিসেবে নয়, বরং মানবকল্যাণে অবদান রাখার জন্য স্মরণীয় হোন।

    এ চিন্তাভাবনা থেকেই ১৮৯৫ সালে নোবেল তার সম্পদের ৯৪ শতাংশ নোবেল ফাউন্ডেশনের জন্য দান করেন। ফাউন্ডেশনটি তখন থেকে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করে আসছে।

    কিন্তু গণিত কেন বাদ পড়ল? বিশেষজ্ঞরা বলছেন, নোবেল গণিতকে এমন শাস্ত্র হিসেবে দেখেননি যা সরাসরি মানবকল্যাণে অবদান রাখে। তাছাড়া, নোবেলের সময় গণিতের জন্য ইতিমধ্যেই অর্স্টেন ফ্রেঞ্চেল পুরস্কার প্রতিষ্ঠিত ছিল। ফলে, নোবেল গণিতকে আলাদা শাখা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করেননি।

    তবে একটি জনপ্রিয় গল্পও রয়েছে, যা নোবেল ও গণিতের সম্পর্ককে আরও রহস্যময় করে তুলেছে। শোনা যায়, নোবেল এক নারীকে ভালোবাসতেন, কিন্তু সেই নারী একজন গণিতবিদকে বেছে নেন। ক্ষুব্ধ নোবেল সেই কারণে গণিতকে নোবেল পুরস্কারের তালিকা থেকে বাদ দেন। যদিও এ গল্পের কোনো প্রমাণ নেই, তবে এটি আজও আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বহাল রয়েছে।

    সত্য হোক বা গল্প, নোবেল পুরস্কারে গণিতের অনুপস্থিতি ইতিহাসে একটি রহস্যময় অধ্যায় হিসেবে বিশ্ববাসীর কৌতূহলকে উস্কে দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন