শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • বেনামাজি ব্যক্তি সাক্ষী হলে বিয়ে গ্রহণযোগ্য কি?

    বেনামাজি ব্যক্তি সাক্ষী হলে বিয়ে গ্রহণযোগ্য কি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে পরিচালিত করে। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের প্রথা চলে আসছে। ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক এবং বিয়ে করার সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা একটি ইমানি দায়িত্ব।

    নবী কারিম (সা.) বলেছেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়।’(বোখারি : ৫০৬৫, মুসলিম : ১৪০০)

    এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ, দিন বা মাস ঠিক করে দেওয়া হয়নি; বরং সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করে নেওয়াই উত্তম।

    ইসলামী শরিয়তে বিয়ে বৈধ হওয়ার জন্য কমপক্ষে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকতে হয়, অন্যথায় বিয়ে ও সংসার জীবন বিশুদ্ধ হয় না। তাই বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে।

    বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

    এ ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন, ‘যে ব্যক্তি ঠিকমতো নামাজ-রোজা করে না, ধূমপান করে, তাকে বিয়ের সাক্ষী হিসেবে রাখা যাবে কি?’ আবার কেউ কেউ বলেন, ‘এমন কাউকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?’

    চলুন,শরিয়তের দৃষ্টিভঙ্গি জেনে নিই—

    ইসলামের দৃষ্টিতে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুইজন সাক্ষী মুসলিম হওয়া অপরিহার্য। সাক্ষীরা পরিপূর্ণ মুত্তাকি হওয়া শর্ত নয়। তাই কোনো বিয়েতে যদি নামাজ ঠিকমতো পড়েন না এমন মুসলিম ব্যক্তি সাক্ষী থাকেন, তাহলে সেই বিয়েও শুদ্ধ হবে। (আল বাহরুর রায়েক : ৩/৮৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৬/৫৭)।

    বিয়ের সাক্ষীদের জন্য শর্ত

    ১. মুসলমান হওয়া

    ২ . বালেগ হওয়া

    ৩.সুস্থ মস্তিষ্কের হওয়া

    ৪. শ্রবণশক্তি সম্পন্ন হওয়া

    ৫. দুজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন নারী হওয়া

    (রদ্দুল মুহতার ৩/২১, মাবসূত সারাখসী ৫/৩১, ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৭)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন